দেশে ফিরে যা বললেন মাশরাফি
- স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি বিশ্ব আসর অভিযান শেষ করে দেশে ফিরলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভিআইপি গেটের সামনে তাই সকাল থেকেই গণমাধ্যমকর্মীদের ভিড়। নির্ধারিত সময়েই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মাশরাফিদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের ঝামেলা মিটিয়ে ক্রিকেটারদের বের হতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট।
সবার আগে বের হন দলীয় অধিনায়ক মাশরাফি। তারপর উপস্থিত গণমাধ্যমকর্মীদের কৌতুহলময় প্রশ্নের ব্যাখ্যা করলেন। তিনি জানালেন এই আসর থেকে প্রাপ্তি-অপ্রাপ্তিগুলো। মাশরাফি বলেন, ‘এখন থেকে আমরা যার বিরুদ্ধেই খেলি না কেন? ছোট-খাটো ভুল না করলে জয় পেতে কষ্ট হবে না।’
তাসকিন, সানি এবং নাসির প্রসঙ্গে মাশরাফি সাংবাদিকদের বলেন, তাসকিন সর্বশেষ ৮টা ম্যাচ খেলেছে। ওয়ার্ল্ডের বেস্ট ইকোনমিক রেট বোলার সে। সুতরাং তাসকিনকে হারানো সত্যিই কঠিন। নাছিরকে হয়তো কম্বিনেশনের কারণে নেয়া হয়নি। এছাড়া শুভাগত হোম ছিল।’
ছোট-ছোট ভূলের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন মাশরাফি এবং তিনি সবারে প্রতি ধৈর্য ধরার অনুরোধ জানান।