মেয়েদের টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ
- স্পোর্টস ডেস্ক
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেটাররা। টানা তিনবারের শিরোপাজয়ী অস্ট্রেলিয়াকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে উইন্ডিজ মেয়েরা জিতলেন প্রথম শিরোপা।
শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক মেগ লেনিং ও ওপেনার এলসি ভিলানির ৫২ রানের দারুণ দুটি ইনিংসের সুবাদে ১৪৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১২০ রান জমা করে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেছিলেন হাইলে ম্যাথেউস ও অধিনায়ক স্টেফানি টেলর। তবে ১৬তম ওভারে ৪৫ বলে ৬৬ রানের ইনিংস ফিরে যান ম্যাথেউস। এরপর ৫৭ বলে ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন টেলর। ডেন্ড্রা ডটিন ১২ বলে ১৮ রানের ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলও বিশ্বকাপ শিরোপা জিতেছে। আর এবার মেয়েরাও জিতলো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। আর রাতে ফাইনালে উইন্ডিজ পুরুষ খেলবে ইংলিশদের বিরুদ্ধে। সেখানে যদি ইংল্যান্ডকে হারাতে পারে তাহলে এক বছরে ট্রেবল বিশ্বকাপ শিরোপা জিতবে ক্যারিবিয়ান ক্রিকেটাররা।