‘ক্রিকেটে এখন টাকাই বড়’
- স্পোর্টস ডেস্ক
টি–টোয়েন্টির জোয়ারে ক্রমে অর্থকড়ি প্রাপ্তির বিষয়টিই মুখ্য হয়ে উঠছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। জাতীয় দলের হয়ে খেলার চেয়ে অর্থপ্রাপ্তির বিষয়টিই এখন খেলোয়াড়দের কাছে মুখ্য হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সফল এই অধিনায়ক।
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের উদাহরণ টেনে স্টিভ ওয়াহ বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাককালাম আরো তিন–চার বছর টেস্ট ক্রিকেট খেলে যেতে পারতেন। কিন্তু তিনি এখন অবসর জীবনের জন্য অর্থ সংগ্রহ করছেন। আমার মনে হয়, এখন জাতীয় দলের প্রতি ক্রিকেটারদের দায়বদ্ধতা নেই। সবকিছুই হয়ে গেছে অর্থের জন্য। আমি খেলোয়াড়দের দায়ী করছি না। কিন্তু এটা ক্রিকেট সমর্থকদের জন্য কঠিন।’
টি–টোয়েন্টিতে বেশি মনোযোগ দেওয়ায় টেস্ট ও ওয়ানডে ক্রিকেট ঠিকভাবে বিকশিত হতে পারছে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান। টেস্ট ক্রিকেটের চেয়ে তাঁরা অনেক বেশি প্রণোদনা পান টি–টোয়েন্টি খেলার জন্য।’ এ বছর প্রথম দল হিসেবে দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের অনন্য কৃতিত্ব অর্জন করলেও টেস্ট ও ওয়ানডেতে খুবই দুরবস্থা ওয়েস্ট ইন্ডিজের।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথামও সুর মিলিয়েছেন ওয়াহর সঙ্গে। টি–টোয়েন্টি ক্রিকেট ক্রমে লটারিতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বোথাম, ‘টি–টোয়েন্টি ক্রমে লটারিতে পরিণত হতে পারে। কারণ, ক্রিকেটটা ২০ ওভারের চেয়েও অনেক বেশি কিছু। দর্শক এটা পছন্দ করে। কিন্তু দর্শক তো টেস্ট ক্রিকেটও পছন্দ করে। ইংল্যান্ডে প্রতিটি বড় টেস্ট ম্যাচে গ্যালারি পূর্ণ থাকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডেও এটা হয়। আমার মনে হয়, খেলোয়াড়দের উচিত টেস্ট ক্রিকেটের গুরুত্বটা মানুষকে বোঝানো। টেস্ট ক্রিকেটের দেখভাল করা খেলোয়াড়দের দায়িত্ব।’