অস্ট্রেলিয়ার জন্য চার স্তরের নিরাপত্তা বলয়

অস্ট্রেলিয়ার জন্য চার স্তরের নিরাপত্তা বলয়

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া ফুটবল দলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার রাতে বিমানবন্দরে অবতরণ করার পর থেকে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়া পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যহত থাকবে। আগামীকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৫টায় বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। মাঠ ঘিরেও থাকছে বিশেষ নিরাপত্তা বলয়।

খেলা চলাকালে মাঠের ভেতরের নিরাপত্তা, গ্যালারির নিরাপত্তা, স্টেডিয়ামের ভেতরের গেট ও বাইরের গেট ঘিরে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা, থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য। মাঠের আশপাশে বড় বড় ভবনগুলোতেও সতর্ক অবস্থান নেবে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও বাফুফে সদস্য শেখ মারুফ হাসান এই নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক দিক তদারক করছেন । তিনি বলেন, ‘ম্যাচ শুরুর ৩ ঘণ্টা আগে দুপুর আড়াইটায় গেট খোলা হবে। মাঠে সবাইকে অবশ্যই টিকিট ও বৈধ পাস নিয়ে আসতে হবে। মাঠে প্রবেশের সময় নিরাপত্তাকর্মীরা বেশ সতর্কতা নিয়ে তল্লাশি চালাবেন। দর্শকরা মাঠে শুধু মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন। কোনো ব্যাগ, পানির বোতল, ছুরি কিংবা ক্যামেরা নিয়ে মাঠে প্রবেশ করা যাবে না।’ favicon

Sharing is caring!

Leave a Comment