জয় পেল আর্জেন্টিনা-ব্রাজিল
স্পোর্টস ডেস্ক: নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল লাতিন অঞ্চলের দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল। তবে মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ভিন্ন ভিন্ন ম্যাচে জয়ের দেখা পেয়েছে দল দুটি। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়টি ১-০ গোলের। আর পেরুর বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতেছে ব্রাজিল।
কলম্বিয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে লুকাস বিগলিয়ার একমাত্র গোলে জয় নিয়ে ফেরায় বাছাইপর্বে এই প্রথম পূর্ণ পয়েন্ট পেলো টাটা মার্টিনোর শিষ্যরা। ম্যাচের ২০ মিনিটে দারুণ এক আক্রমণের পর বক্সের মধ্য থেকে ইজিকুয়েল লাভেজ্জির বাড়ানো বলে স্বাগতিক গোলরক্ষক ডেভিড অসপিনাকে পরাস্ত করেন লুকাস বিগলিয়া। অন্য ম্যাচে, ব্রাজিলের সালভাদরে ম্যাচের ২২ মিনিটে ডগলাস কস্তার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে রেনেতো অগুস্তো ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৭৭ মিনিটে ফিলিপে লুইসের গোলে ৩-০ করে ব্রাজিল।
বাছাইপর্বে এই জয়ে ৪ ম্যাচে লাতিন অঞ্চলে আর্জেন্টিনার সংগ্রহ দাঁড়াল ৫ পয়েন্ট। হেরে কলম্বিয়ার পয়েন্ট ৪। আর সমান ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৭ পয়েন্ট।