এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সা-রিয়াল

এল ক্লাসিকোতে মুখোমুখি বার্সা-রিয়াল

স্পোর্টস ডেস্ক: শনিবার বাংলাদেশ সময় রাত ১১.১৫ মিনিটে ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। যাকে বলা হয় ক্লাব ফুটবলের বিশ্বসেরার দ্বৈরথ। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে বার্সা।

শোনা যাচ্ছে চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি। যদিও শতভাগ সুস্থ নন তিনি। কিন্তু তারপরও বার্সা কোচ লুইস এনরিকে খেলার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান দলের সেরা তারকার জন্য। তবে দলে মেসির অভাবটা ঠিক অনুভবই করতে দিচ্ছেন না নেইমার। ব্রাজিলীয় এই তারকা চলতি মৌসুমে সব ধরনের খেলায় ১৪ ম্যাচে ১৩ গোল করেছেন। সেই সঙ্গে আছেন লুইস সুয়ারেস। নেইমারকে ভালোই সঙ্গ দিচ্ছেন তিনি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের মূল প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও দলে থাকতে পারেন পৃথিবীর সবচেয়ে দামী খেলোয়াড় গ্যারেথ বেল। ওয়েলসের এই স্ট্রাইকার অবশ্য চোট কাটিয়ে দলে ফিরতে উন্মুখ হয়ে আছেন। দলে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদের আরেক তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেস। এই কলম্বিয়ান তারকাও অবশ্য চোট কাটিয়ে পুরোপুরি প্রস্তুত খেলার জন্য। এছাড়া দলে রাখা হয়েছে ফরাসি তারকা খেলোয়াড় করিম বেনজামাকেও।

তাই বলা যায় দুই দলই সমানে সমানে থেকেই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে রিয়াল এবং বার্সা। লা লিগায় এখন পর্যন্ত ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর বার্সেলোনা সেখানে ৩ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে। শনিবার জিতলে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে ওঠার সুযোগ থাকছে রিয়ালের। favicon

Sharing is caring!

Leave a Comment