বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক: লা লিগায় প্রথম ‘এল ক্লাসিকোতে’ বার্সেলোনার কাছে বিধ্বস্ত হল রিয়াল মাদ্রিদ। সুয়ারেজের জোড়া গোল আর নেইমার ও ইনিয়েস্তার একটি করে গোলে রিয়ালকে তাদের ঘরের মাঠেই ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে লা লিগার শিরোপার লড়াইয়ে আরেক এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ১১ মিনিটেই অতিথিদের এগিয়ে দেন সুয়ারেজ। রিয়ালের দুই খেলোয়াড়কে কাটিয়ে বক্সের সামনে থেকে ডান দিকে সুয়ারেজকে বল বাড়ান সার্জিও রবার্তো। আর সেই বল পেয়েই জালে জড়িয়ে দেন উরুগুইয়ান এই তারকা স্ট্রাইকার।

এর আগে খেলোর ৯ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত রিয়ালই। কিন্তু রোনালদোর একটি আক্রমণ ব্যর্থ করে দেন বার্সা গোলরক্ষক ক্লাদিও ব্রাভো। খেলার ২৭ মিনিটে রদ্রিগেজের কল্যাণে গোল করার একটা সুযোগ পেয়েছিল রিয়াল কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তা রক্ষা করেন বার্সা গোল রক্ষক। এদিকে ম্যাচের৩৮ মিনিটে সমতায় ফেরার আরেকটি সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ডান দিক থেকে বক্সের ভেতর লম্বা করে বল বাড়ান রোনালদো। তবে পোস্টের খুব কাছে থেকে শট নিতে ব্যর্থ হন করিম বেনজেমা। এর পরেই পাল্টা আক্রমণে যায় বার্সেলোনা। অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা সহায়তায় রিয়ালের জালে এবার বল জড়ান ব্রাজিল তারকা নেইমার। ফলে ০-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পর গোল শোধ দেবার মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। সুযোগও এসেছিল। কিন্তু সেই সুবর্ণ সুযোগ হারান মার্সেলো। বক্সের সামনে বার্সার এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ভেতরে ঢুকেছিলেন তিনি। বাঁ দিক থেকে তার সামনে শুধু ব্রাভো। তবে বল পোস্টের বাইরে দিয়ে মারেন মার্সেলো। তার এক মিনিট পরেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা। তবে এই গোলে দারুণ অবদান ছিল নেইমারের। বক্সের সামনে থেকে ব্যাক হিলে ইনিয়েস্তাকে বল বাড়ান তিনি। আর বল পেয়ে সেখান থেকেই ডান পায়ের জোরালো শর্টে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন ইনিয়েস্তা।

খেলার ৫৭ মিনিটে ইভান রাকিটিচের বদলি হিসেবে মাঠে নামেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। গত সেপ্টেম্বরের পর ইনজুরি থেকে মাঠে নামেন এই আর্জেন্টিনা অধিনায়ক। মাঠে নামার নয় মিনিট পরেই গোলের দারুণ একটি সুযোগ তৈরি করেন মেসি। বক্সের ভেতর লম্বা করে ক্রস দিয়ে দ্রুত বক্সে ঢুকে যান তিনি। নেইমার ব্যাক হিলে আবার বল দেন মেসিকে। মেসি শটও নিয়েছিলেন, কিন্তু রিয়ালের ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে যায়। ম্যাচের ৭৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সেই সুয়ারেজ। তার এই গোলে ০-৪ এ এগিয়ে যায় বার্সা।

শেষ দিকে গোল করার জন্য উঠে পড়ে খেলতে থাকে রিয়াল। কিন্তু এদিন বার্সার গোলরক্ষক ব্রাভো রিয়ালের সব আক্রমণ ব্যর্থ করে দেন। বরং নেইমারকে পেছন থেকে লাথি মেরে লাল কার্ড দেখেন ইসকো। এছাড়া খেলায আর তেমন কোন অঘটন হয়নি। এই জয়ে ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরো মজবুত করল বার্সেলোনা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ২৪ পয়েন্ট। favicon

Sharing is caring!

Leave a Comment