লিভারপুলের জয়, চেলসি ও আর্সেনালের ড্র

লিভারপুলের জয়, চেলসি ও আর্সেনালের ড্র

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে সোয়ানসিটির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে রোববার প্রথমার্ধের খেলায় দুই দলই একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ফলে গোল শূন্য অবস্থাতেই বিরতিতে যেতে হয় তাদের। বিরতি থেকে ফিরে আবারো গোলের জন্য মরিযা হয়ে খেলতে থাকে দু’দলই। তবে ৬২ মিনিটে বক্সের মধ্যে সোয়ানসির নিল টেইলরের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ফলে সুযোগ পেয়ে জেমস মিলনারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর ম্যাচের বাকি সময়ে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। যে কারণে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিকে দিনের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও চেলসি গোলশূন্য ড্র করেছে। খেলার শুরু থেকেই দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে। তবুও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি কোনো দল। প্রথমার্ধের ২০ মিনিটের মধ্যে গোল করার ভালো দুটি সুযোগ পেয়েছিল চেলসি। কিন্তু এডেন হ্যাজার্ড ও পেদ্রোর ব্যর্থতায় সেই সুযোগ গোলের মুখ দেখেনি। ফলে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় দুই দলকে। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে টটেনহ্যাম-চেলসি। ম্যাচের ৬৭তম মিনিটে হ্যাজার্ডের জোরালো শট ঠেকিয়ে দিয়ে টটেনহ্যাম গোলরক্ষক উগো লরিস স্কোরলাইন গোলশূন্যই থেকে যায়। ফলে দুই দলকে শূন্য হাতেই ফিরতে হয় খেলা শেষে।

লিভারপুলের বিজয় উৎযাপন। ছবি: একচুয়াল পোষ্ট।।
লিভারপুলের বিজয় উৎযাপন। ছবি: একচুয়াল পোষ্ট।।

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে আবারো পয়েন্ট হারিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। রোববার নরিচ সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মেসুত ওজিলরা। নরিচের ঘরের মাঠে ম্যাচের ৩০তম প্রতিপক্ষের জালে গোল জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দেন মেসুত ওজিল। এ গালে ওজিলের চেয়ে নরিচ গোল রক্ষকের অবদান ছিল বেশি। মূলত তার ভুলে বলটি পেয়ে যান আলেক্সিস সানচেস। এবার সেই ওজিলকে পাশ কাটিয়ে কোনাকুনি শটে গোলটি করেন এই জার্মান তারকা স্ট্রাইকার। খেলায় ফিরতে খুব একটা দেরি করেনি নরিচ সিটি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক ২ মিনিট আগে ডি বক্সের সামনে থেকে বল জালে জড়ান নরিচ ফুটবলার লুইস গ্রাবান। ফলে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় দু দল। বিরতি থেকে ফিরে গোল করার মত তেমন সুযোগ দু দলের কেউ করতে পারেনি। ফলে ১-১ গোলে সমতায় শেষ হয় ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। ষষ্ঠদশ স্থানে থাকা নরিচের পয়েন্ট ১৩। পঞ্চম স্থানে থাকা টটেনহ্যামের পয়েন্ট ২৫। ১৫ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে চেলসি। আর ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিযে দ্বিতীয় স্থানে আছে লেস্টার সিটি। favicon

Sharing is caring!

Leave a Comment