ছিটকে গেল রিয়াল

ছিটকে গেল রিয়াল

স্পোর্টস ডেস্ক : শেষ পর্যন্ত কোপা ডেল রে থেকে ছিটকে যেতে হলো রিয়াল মাদ্রিদকে। না, ম্যাচ হেরে নয়, শৃঙ্খলা ভাঙ্গার খেসারত গুণল লা লিগা জায়ান্টরা। নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ান স্ট্রাইকার ডেনিস চেরিশেভকে মাঠে নামানোর মতো ভুলের খেসারত হিসেবে স্প্যানিশ জায়ান্টকে এই শাস্তি পেতে হলো।

খেলা চলাকালীন সময় থেকেই চেরিশেভের মাঠে থাকার বিষয়ে সমালোচনা শুরু হয়। বিপদ বুঝে দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই তাকে মাঠ থেকে তুলে নেন কোচ রাফায়েল বেনিতেজ। কিন্তু শেষ রক্ষা হলো না। রোনালদোদের বুধবারের সেই ম্যাচের প্রতিপক্ষ কাদিজের অভিযোগের ভিত্তিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন কোপা ডেল রে থেকে রিয়ালকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

তবে ফেডারেশনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। ৪ ডিসেম্বর প্রকাশিত তাদের এক বিবৃতিতে স্পেনের এই ক্লাবটি জানায়, ‘নিষেধাজ্ঞার ব্যাপারটা সম্পর্কে তাদেরকে কেউ কিছু জানায়নি। এমনকি চেরিশেভ নিজেও এ ব্যাপারে অবগত ছিলেন না। তাছাড়া ডিসিপ্লিনারি কোডের ‘৪১’ অধ্যায়ের দ্বিতীয় অংশ অনুযায়ী তাদের এই শাস্তি হয়েছে। কিন্তু সেই ধারা অনুযায়ী চেরিশেভকে নিষেধাজ্ঞা থাকার পরেও খেলানোর ব্যাপারটা যদি স্প্যানিশ ফুটবল ফেডারেশন নিজে পর্যবেক্ষণ করত, শুধুমাত্র তখনই তারা বহিষ্কারের সিদ্ধান্তটি নেওয়ার এখতিয়ার রাখত। কিন্তু ফেডারেশনের সিদ্ধান্তটি এসেছে কাদিজ ক্লাবের অভিযোগের প্রেক্ষিতে, যেটি কখনই বৈধ প্রক্রিয়া নয়।’

আপিলের রায়ের ব্যাপারে রিয়াল আশাবাদী কিন্তু খারাপ কিছু যদি ঘটেও যায় তাহলে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজের সামনে কেবল খেলাধুলা বিষয়ক আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়ার সুযোগটাই বাকি থাকবে।

সংবাদ : ইএসপিএন এফসি favicon

Sharing is caring!

Leave a Comment