শীর্ষে আর্সেনাল

শীর্ষে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের নিচের দিকের দল অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল। একই রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ২-২ ব্যবধানে পয়েন্ট হারালো লিভারপুল।

গতকাল (১৩ ডিসেম্বর) রাতে ম্যাচের শুরুর থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে আর্সেনাল। এসময় অ্যাস্টন ডিফেন্ডার অ্যালান হুটোন নিজেদের বিপদসীমায় প্রতিপক্ষ ফরোয়ার্ড থিও ওয়ালকটকে ফেলে দিলে অলিভিয়ে জিরুদের পেনাল্টি গোলে এগিয়ে যায় আর্সেনরা। এরপর পাল্টা-আক্রমণে ৩৮ মিনিটে মেসুত ওজিলের ক্রসে অ্যারন রামজির গোলে ব্যবধান দ্বিগুণ করে গানাররা। শেষপর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আর্সেনাল।

রাতের অন্য ম্যাচে টানা দ্বিতীয় হোঁচটে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠ অ্যানফিল্ডে ম্যাচে ২১ মিনিটে মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন আরেক মিডফিল্ডার অ্যাডাম লালানার মাথা ছুঁয়ে আসা বলে লিভারপুলকে এগিয়ে দেন। ৩০ মিনিটে ক্রেইগ ডসন অবশ্য সেটি শোধও করে দেন।

পরে ম্যাচের ৭৩ মিনিটে ডিফেন্ডার ইয়োনাস ওলসনের গোলে ওয়েস্ট ব্রমই এগিয়ে যায়। ম্যাচ যখন অল রেডদের পয়েন্ট হারানো প্রায় নিশ্চিত, তখন যোগ করা সময়ে দূরপাল্লার শটে লিভারপুলকে এক পয়েন্ট এনে দেন ডিভোক ওরিগি।

এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৯-এ উঠে এসেছে লিভারপুল। ওয়েস্ট ব্রমের পয়েন্ট ২০। আর্সেনালের ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।favicon

Sharing is caring!

Leave a Comment