রিয়ালের গোল-উৎসব

রিয়ালের গোল-উৎসব

স্পোর্টস ডেস্ক : লা লিগায় রায়ো ভায়েকানোকে গোলবন্যায় ভাসিয়ে ১০-২ গোলের বিশাল ব্যবধানের জয় পেয়েছে রিয়াল।

ভায়েকানোকে অবশ্য প্রায় পুরো ম্যাচই খেলতে হয়েছে নয়জনের দল নিয়ে। ১৪ মিনিটের মাথায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ভায়েকানোর ডিফেন্ডার টিটো। ২৮ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন মিডফিল্ডার রাউল বায়েনা। প্রতিপক্ষের দুজন খেলোয়াড় না থাকার সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে রিয়াল। গ্যারেথ বেল করেছেন চারটি গোল, বেনজেমা তিনটি, রোনালদো দুটি। রিয়ালের পক্ষে অপর গোলটি করেছেন দানিলো।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র তিন মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিলেন দানিলো। তবে এর পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় রায়ো। ১০ ও ১২ মিনিটে দুটি গোল করে এগিয়ে যায় ২-১ গোলে।

পুরো সময় ১১ জনের দল নিয়ে খেলতে পারলে ম্যাচের ফল কেমন হতো, তা অনুমান করা কঠিন। কিন্তু ২৮ মিনিটের মধ্যেই রায়ো পরিণত হয় নয়জনের দলে। সে সুযোগ কাজে লাগিয়ে প্রতিপক্ষের জালে একের পর এক বল জড়িয়ে গেছেন রিয়ালের তারকা ফরোয়ার্ডরা। বেল চারটি গোল করেছেন ২৫, ৪১, ৬১ ও ৭০ মিনিটে। ৩০ মিনিটে রোনালদোর প্রথম গোলটি এসেছিল পেনাল্টি থেকে। নিজের দ্বিতীয় গোলটি তিনি করেছেন ৫৩ মিনিটে। বেনজেমা তিনটি গোলই করেছেন দ্বিতীয়ার্ধে—৪৮, ৭৯ ও ৯০ মিনিটে।

লা লিগায় এ নিয়ে তৃতীয়বারের মতো এক ম্যাচে ১০টির বেশি গোল করার বিরল কৃতিত্ব অর্জন করেছে রিয়াল। এর আগে তারা এমনটা করেছিল ১৯৬০ সালে। সেবার এলচেকে হারিয়েছিল ১১-২ গোলের ব্যবধানে।

তবে বিশাল ব্যবধানের এই জয় পেলেও পয়েন্ট তালিকায় অবস্থানের পরিবর্তন হয়নি রিয়ালের। ১৬ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে রাফায়েল বেনিতেজের শিষ্যরা। লা লিগার অপর ম্যাচে মালাগার বিপক্ষে ১-০ গোলে হেরে হোঁচট খেয়েছে আতলেতিকো মাদ্রিদ। তার পরও ১৬ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর ১৫ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা।

ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এবারের সপ্তাহে লা লিগার ম্যাচ খেলতে পারেনি কাতালানরা। স্পোর্টিং গিজনের বিপক্ষে এই ম্যাচটি তারা খেলবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। রোববার জাপানে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে ৩-০ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছে বার্সা।favicon5

Sharing is caring!

Leave a Comment