আগামীর সেরা নেইমার

আগামীর সেরা নেইমার

স্পোর্টস ডেস্ক : গোটা ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোতে। থাকবেই না কেনো? গত সাত বছর ধরে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন মেসি ও রোনালদো। তবে খুব বেশি নেই যে, এই দুজনকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান সেনসেশনাল বয় নেইমার বিশ্বসেরা ফুটবলারের অ্যাওয়ার্ড জয় করবেন। এমনটাই মনে করছেন বার্সেলোনা সাবেক তারকা স্যামুয়েল ইতো।

ইতো নিশ্চয়তা দিচ্ছেন, মেসি ও রোনালদোর যুগ শেষে নেইমার বিশ্বের সেরা ফুটবলারের খেতাব জয় করবেন। তবে এজন্য নেইমারকে নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে হবে বলেও জানান এই ক্যামেরুন তারকা। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর সব ধরনের প্রতিযোগিতায় ১৩৪ ম্যাচে ৭০ গোল করেছেন নেইমার। গত মৌসুমে মেসির সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

‘নেইমারের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। মেসি ও ক্রিশ্চিয়ানো যুগের পর নিশ্চিতভাবে সে ই নাম্বার ওয়ান হবে।’

চলতি স্প্যানিশ লা লিগায় মেসি ও রোনাদোকে পেছনে ফেলে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি। পাশাপাশি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তিনজনের তালিকায়ও মেসি ও রোনালদার সঙ্গে জায়গা করে নিয়েছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। এই বছরের ব্যালন ডি’অরের সেরা তিনে মনোনীত হলেও মেসি ও রোনালদোকে টপকে বিশ্বসেরা হতে নেইমারকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মনে করেন ইতো। নেইমারকে নিয়ে স্যামুয়েল ইতো বলেন, ‘নেইমারের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। মেসি ও ক্রিশ্চিয়ানো যুগের পর নিশ্চিতভাবে সে ই নাম্বার ওয়ান হবে।’

তবে সেরা হতে হলে নিজের প্রতিভাকেও যে কাজে লাগাতে হবে সেটিও জানিয়েছেন ইতো, ‘কিন্তু তাকে (নেইমার) মনে রাখতে হবে যে, এটা অনেকাংশেই তার ওপর নির্ভর করছে। তাকে অবশ্যই মনে রাখতে হবে যে, তার প্রতিভা আছে এবং অনুশীলন, অনুশীলন আর অনুশীলন করতে হবে। কারণ, অন্যদের তার মতো প্রতিভা নেই।’

নেইমারকে সম্মান জানিয়ে ইতো বলেছেন, ‘নেইমারের বয়স মাত্র ২৪ বছর। আমি তার চেয়ে ১০ বছরের বড়। কিন্তু ব্রাজিলে সে একজন নেতা। আমি মনে করি, সব অভিজ্ঞতা আর চাপ নিয়ে সে তার সঙ্গে খেলা ৩৫ বছর বয়সী একজনকেও ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে।’favicon5

Sharing is caring!

Leave a Comment