কঠিন গ্রুপে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ৮ জানুয়ারি বাংলাদেশে বসবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের চতুর্থ আসর। এবারের এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার ঢাকার একটি হোটেলে হয়ে গেল ড্র অনুষ্ঠান। এবারের আসরে আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘এ’ তে। মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ও নেপাল রয়েছে স্বাগতিকদের গ্রুপে। হিসেব অনুযায়ী কঠিন গ্রুপে পড়ল লাল-সবুজরা। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। তাদের সঙ্গী কম্বোডিয়া, বাহারাইন, মালদ্বীপ। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম ও যশোর জেলা স্টেডিয়ামে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের খেলাগুলো।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্ট কমিটির চেয়াম্যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও টুর্নামেন্টে কো স্পন্সর হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনও ছিলেন।