রিয়ালের কোচ হলেন জিদান

রিয়ালের কোচ হলেন জিদান

স্পোর্টস ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি প্রমাণিত হলো। বাজে পারফরম্যান্সের কারণে রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত করা হলো কোচ রাফায়েল বেনিতেজকে। বেনিতেজের জায়গায় ক্লাবের সাবেক কিংবদন্তী তারকা জিনেদিন জিদানকে দায়িত্ব দিয়েছে রিয়াল মাদ্রিদ।

সোমবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বেনিতেজকে বরখাস্ত করার ঘোষণা দেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ। পেরেজের রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে ১২ বছর দায়িত্ব পালনকালীন জিদান ক্লাবটির ১১তম কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এদিকে রিয়াল মাদ্রিদের কোচ হতে পেরে উচ্ছ্বসিত জিদান বলেন, ‘ক্লাবকে শিরোপা জেতানোর জন্য আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। রিয়াল মাদ্রিদকে সফলতা এনে দেওয়ার জন্য আমি নিজের সামর্থ্যের সবটুকু নিংড়ে দেব।’ ২০১৪ সালে রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে তখন কোচ কার্লো আনচেলত্তির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন জিদান। স্প্যানিশ লিগের তৃতীয় সারির দল রিয়াল মাদ্রিদ ‘বি’ টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

রিয়াল মাদ্রিদের সিনিয়র দলের কোচ হিসেবে আগামী শনিবারই অভিষেক হতে যাচ্ছে জিদানের। ওই দিন ঘরের মাঠে জিদানের রিয়াল দেপার্তিভো লা করুনার সাথে খেলবে। favicon5

Sharing is caring!

Leave a Comment