পঞ্চম বারের মতো বর্ষসেরা মেসি

পঞ্চম বারের মতো বর্ষসেরা মেসি

স্পোর্টস ডেস্ক: গত দুইবারের মত এবার আর খালি হাতে ফিরতে হলো না লিওনেল মেসিকে। দুইবছর পরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে মুকুট উদ্ধার করেছেন ফুটবল জাদুকর। রোনালদো-নেইমারকে হারিয়ে ২০১৫ সালের ফিফা ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। পঞ্চমবারের মতো বিশ্বসেরা হওয়ার গৌরব এখন আর্জেন্টাইন অধিনায়কের।

গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে ব্যালন ডি’অরের দাবিটা জানিয়েই রেখেছিলেন মেসি। সোমবার রাতে সুইজারল্যান্ডের জুরিখের রঙিন মঞ্চে তার হাতে সেটি তুলে দিলেন ২০০৭ সালের বর্ষসেরা ব্রজিলিয়ান তারকা রিকার্ডো কাকা। পঞ্চমবার ফিফা বর্ষসেরা পুরস্কার জেতার পথে সর্বোচ্চ ৪১.৩৩ শতাংশ ভোট পেয়েছেন মেসি। দুইয়ে থাকা রোনালদোর ভোট ২৭.৭৬ শতাংশ। আর তৃতীয় হওয়া নেইমার পেয়েছেন ৭.৮৬ শতাংশ ভোট।

এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ টানা চারবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন মেসি। গত বছর সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৭ ম্যাচে ৪৮ গোল করেছিলেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি গোল। জিতেছেন ট্রেবল। গত মৌসুমে বার্সা যে ৫টি শিরোপা জিতেছে তার ফাইনালে মেসির গোলসংখ্যা ৬টি। পুরস্কারটি তাই মেসির প্রাপ্যই ছিল। favicon5

Sharing is caring!

Leave a Comment