সেমির পথে বাংলাদেশ

সেমির পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ৪-২ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ জাতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। তবে স্বাগতিক দল জিততে পারেনি, ১-১ গোলে ড্র করেছে মালয়েশিয়ার সঙ্গে। তারপরও শেষ চারে ওঠার পথে ভালোই এগিয়ে আছেন মামুনুল-জাহিদরা।

‘এ’ গ্রুপে প্রত্যেক দলের দুটি করে ম্যাচ শেষে বাংলাদেশ ও নেপাল দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে গ্রুপের শীর্ষে। দুই পয়েন্ট নিয়ে মালয়েশিয়ার অবস্থান তৃতীয়। আগামী শুক্রবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ড্র করলেও তেমন ভালো খেলতে পারেনি বাংলাদেশ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ৫৫ মিনিটে মিডফিল্ডার জাইদি জামানের বাড়িয়ে দেওয়া বল ধরে প্লেসিং শটে গোল করে মালয়েশিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড মোহাম্মেদ হাদিন। ২১ মিনিট পর সমতা আসে ম্যাচে। ৭৬ মিনিটে ফরোয়ার্ড জাহিদ হোসেনের দারুণ এক পাস জালে পাঠিয়ে বাংলাদেশ দলে স্বস্তি এনে দেন বদলি স্ট্রাইকার মিঠুন চৌধুরী।

বাংলাদেশের পক্ষে সেরা পারফরম্যান্স ছিল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার। মালয়েশিয়ার বেশ কয়েকটি আক্রমণ দৃঢ়তার সঙ্গে রুখে দিয়ে দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন তিনি। সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে রানার হাতেই। favicon5

Sharing is caring!

Leave a Comment