হোঁচট খেল রিয়াল

হোঁচট খেল রিয়াল

স্পোর্টস ডেস্ক :  রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে শুরুটা দারুণভাবে করেছিলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই হোঁচট খেল জিদানের রিয়াল। গ্যারেথ বেলের অনুপস্থিতি আর ক্রিস্টিয়ানো রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্সের ফলে নিচের সারির দল রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। দলের পক্ষে সমতাসূচক গোল করেছেন করিম বেনজেমা।

রিয়ালের আগের দুই ম্যাচে পাঁচ গোল করেছিলেন বেল। কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয়েছে ওয়েলসের এই ফরোয়ার্ডকে। ফলে জিদান প্রথম একাদশে ডেকেছিলেন হামেস রদ্রিগেজকে। রক্ষণভাগেও বদল এনেছিলেন জিদান। দানি কারভাহালকে বেঞ্চে বসিয়ে দলে ডেকেছিলেন দানিলোকে। ইনজুরির কারণে খেলতে পারেননি স্পেনের তারকা ডিফেন্ডার সার্জিও রামোস। এই বদলগুলোর প্রভাবও হাড়ে হাড়ে টের পেয়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। ৭ মিনিটের মাথায় আলভারো সেজুডোর গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল বেতিস। প্রথমার্ধের পুরোটাই তারা এগিয়ে ছিল ১-০ গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে, ৭১ মিনিটে গোল করে খেলায় সমতা ফেরান বেনজেমা। শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল রিয়াল। কিন্তু বেতিসের গোলরক্ষক অ্যান্তোনিও আদানের দারুণ নৈপুণ্যে সফল হয়নি সেসব গোলপ্রচেষ্টা।

এই হোঁচটের ফলে শিরোপা জয়ের লড়াই থেকে আরেকটু পিছিয়ে যেতে হলো রিয়ালকে। ২১ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। লা লিগার অপর ম্যাচে হোঁচট খেয়েছে শিরোপার আরেক প্রধান প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ। সেভিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় ২১ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা। এক ম্যাচ কম খেলেই ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা। favicon594

Sharing is caring!

Leave a Comment