রিয়াল ছাড়ছেন রদ্রিগেজ!

রিয়াল ছাড়ছেন রদ্রিগেজ!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপে অসাধারণ পারফরমান্সের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ শিবিরে নিজের জায়গা করে নেন কলম্বিয়ান তারকা হামেস রদ্রিগেজ। কিন্তু সম্প্রতি ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে তাকে। তাই তার ফর্ম নিয়ে উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে তার নতুন চুক্তির দাবিতে অসন্তুষ্ট ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এমন প্রেক্ষাপটে মৌসুম শেষেই রদ্রিগেজকে বিক্রি করার কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা। কলম্বিয়ান এই স্ট্রাইকারকে দলে পেতে নাকি আগ্রহী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

জিনেদিন জিদান কোচ হওয়ার আগে রাফায়েল বেনিতেজের অধীনে মৌসুমের প্রথম ভাগে নিজের ছায়া হয়েছিলেন রদ্রিগেজ। ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি থাকায় অনেক ম্যাচে দর্শখ হয়ে থাকেন ২৪ বছর বয়সি এ মিডফিল্ডার। তাই তাকে বিক্রি করার পথে হাঁটছে গ্যালাকটিকোরা।  এদিকে, বেতন বাড়ানোর জন্য রদ্রিগেজের নতুন চুক্তির অনুরোধকে মোটেও ভালো চোখে দেখছেন না ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের হয়ে ২০১৪ সাল থেকে ৬২ ম্যাচে মাত্র ২১ গোল করেন রদ্রিগেজ।

তবে অনেকেই মনে করছেন রিয়ালে এতো তারকার ভিড়ে নিজের সেরাটার প্রমান দিতে পারছেন না রদ্রিগেজ। ইংলিশ লিগের ক্লাবে গেলে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন এমনটাই বিশ্বাস ফুটবলবোদ্ধাদের। আর নিজেদের সুদিন ফেরাতে কলম্বিয়ান এই তারকাকে দলে ভেড়ানোর প্রতি আগ্রহী থাকতে পারে ইংলিশ লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী মৌসুমে রেড ডেভিলসদের কোচ হিসেবে হোসে মরিনহোর কথা বলছেন অনেকে।

 

Sharing is caring!

Leave a Comment