রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক : লা লিগার টানা তিনটি ম্যাচ জিতে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকার চেষ্টা করছে রিয়াল মাদ্রিদ। এসপানিওল, গ্রানাডার পর এবার রিয়াল হারিয়েছে অ্যাথলেতিক বিলবাওকে। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে শনিবার নিজেদের মাঠে রিয়াল পেয়েছে ৪-২ গোলের সহজ জয়।

দুটি গোল করে রোনালদো উঠে এসেছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষস্থানে। স্প্যানিশ লিগে এখন পর্যন্ত ২১টি গোল করে সবার ওপরে আছেন এই পর্তুগিজ তারকা। ২০ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সার আরেক তারকা নেইমার আছেন চতুর্থ স্থানে। করেছেন ১৬টি গোল। ইনজুরির কারণে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন এ সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এবারের লা লিগায় করেছেন ১২টি গোল। বিলবাওয়ের বিপক্ষে ৪-২ গোলে জয়ের পর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।

রোববার তাদের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ গেটাফেকে হারাতে পারলে অবশ্য আবার তৃতীয় স্থানে নেমে যেতে হবে রিয়ালকে। ২৩ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আতলেতিকো। গতবারের শিরোপাজয়ী বার্সেলোনা অবশ্য রিয়ালের চেয়ে দুই ম্যাচ কম খেলেই ধরে রেখেছে শীর্ষস্থান। ২২ ম্যাচ শেষে বার্সার সংগ্রহ ৫৪ পয়েন্ট।

সান্তিয়াগো বার্নাব্যুতে বিলবাওয়ের বিপক্ষে শুরুতেই দলকে এগিয়ে দিয়েছিলেন রোনালদো। গোল করেছিলেন তিন মিনিটের মাথায়। ৭ মিনিট পরেই অবশ্য এই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন বিলবাওয়ের মিডফিল্ডার জাভিয়ের ইরাজো। তবে ৩৭ ও ৪৫ মিনিটে আরো দুটি গোল করে প্রথমার্ধেই দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন হামেস রদ্রিগেজ ও টনি ক্রুস। ৮৭ মিনিটে রোনালদো করেন নিজের দ্বিতীয় গোল। ৯০ মিনিটের মাথায় গোর্কা এলুসেন্দোর গোল বিলবাওয়ের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। ৪-২ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে রিয়াল। favicon59

Sharing is caring!

Leave a Comment