শেষ আটে রিয়াল

শেষ আটে রিয়াল

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলায় রোমাকে পরাজিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। রিয়াল ২-০ ব্যবধানে জয় পেয়েছে। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালও নিশ্চিত হয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের। দলের হয়ে গোল দুটি করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জেমস রদ্রিগেজ।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিকরা মুখোমুখি হয়েছিল ইতালিয়ান ক্লাব রোমার। শুরু থেকেই দুই দল আক্রমণত্মকভাবে খেলেছেন। ১৩ মিনিটে রোনালদোর একটি শট লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়। পরে রোমার জেকোও একটি লক্ষ্যভ্রষ্ট শট নেন। আক্রমণ-পাল্টা আক্রমণেই শেষ হয় প্রথমার্ধ। শেষ অবধি গোলের মুখ দেখেনি কোনো দলই। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরুও একইভাবে করে দু’দল। গোলের একাধিক সুযোগ তৈরি হলেও গোল পাচ্ছিল না কোনো দলই। ম্যাচের ৬৪ মিনিটে এসে রোনালদোর দুরন্ত পারফরম্যান্সে গোল পায় রিয়াল। কিছুক্ষণ আগেই গ্যারেথ বেলের বদলি হিসেবে নামা লুকাস ভারকুয়েজের পাসে বল নিয়ে নির্ভুল লক্ষ্যভেদ করেন রোনালদো। ফলে জিদানের দল ১-০ গোলে লিড নেয়।

৪ মিনিট পর দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল। ৬৮ মিনিটে রোনালদোর অবদানে দলের ব্যবধান দ্বিগুণ করেন জেমস রদ্রিগেজ। রোমা অবশ্য পরে কোনো গোলই শোধ করতে পারেনি। আর কোনো গোল না হওয়াতে স্বাগতিকরা ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথম লেগের ম্যাচেও স্বাগতিক রোমার বিপক্ষে রিয়াল ২-০ ব্যবধানেই জয় পেয়েছিল। আর দ্বিতীয় লেগেও একই ব্যবধানের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানের জয় পেল রোনালদোর দল। ইতালির সেরা ক্লাবটিকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে। favicon594

Sharing is caring!

Leave a Comment