জোড়া গোলে নেপালকে হারালো বাংলাদেশ

জোড়া গোলে নেপালকে হারালো বাংলাদেশ

  • ফয়সাল আহমেদ  

করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল বাংলাদেশ ফুটবল দল। প্রায় ১০ মাস পর অবশেষে আবারও আন্তর্জাতিক ফুটবল খেলতে নেমেছে জামাল ভূঁইয়ারা। আর খেলতে নেমেই জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে জেমি ডের শিষ্যরা।

১৩ নভেম্বর বিকালে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে নেপালের বিপক্ষে মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচটি। করোনাকালীন বিরতিতে মোটেও ধার কমে যায়নি বাংলাদেশ ফুটবল দলের। শুরু থেকেই দুর্দান্ত খেলে বাংলাদেশের ফুটবলাররা।

শুরু থেকেই নেপালকে চেপে ধরেছিল বাংলাদেশ। তার ফলও পেয়েছে। ম্যাচের ১০ মিনিটেই স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন নাবিব নেওয়াজ জীবন। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে চলন্ত বলে ডান পায়ে গোল করেছেন আবাহনীর স্ট্রাইকার।

প্রথমার্ধে এক গোলে লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৭৯তম মিনিটে মাহবুবুর রহমান সুফিলের গোলে জয়ের ব্যবধান বাড়ায় জেমি ডে’র শিষ্যরা।

এর আগে প্রথমার্ধেই বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করার বেশ কিছু সুযোগ পেয়েছিল। তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম ভালো জায়গায় থেকে হেডে বল লক্ষ্যে রাখতে পারেননি। মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা প্রায় ২৫ গজ দূর থেকে শট করে গোল মিস করেছেন বারপোস্টের কারণে।

নেপালকে আক্রমণে ওঠার সুযোগ কমই দিয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে মাত্র একবার গোলে শট করতে পেরেছে নেপাল। রবিশঙ্কর পাসওয়ানের শট তখন সহজেই ঠেকিয়ে দিয়েছেন অভিষিক্ত গোলরক্ষক আনিসুর রহমান জিকো।

নেপালের বিপক্ষে ম্যাচে অভিষেক হয়েছে গোলরক্ষক আনিসুর রহমান জিকু ও স্ট্রাইকার সুমন রেজার। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা তারুণ্যনির্ভর দলই নামিয়েছেন কোচ জেমি ডে।

দুই দলের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী মঙ্গলবার। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই খেলাটিও শুরু হবে বিকেল ৫টায়।

Sharing is caring!

Leave a Comment