টি–টোয়েন্টির সেরা বোলার আফ্রিদি
স্পোর্টস ডেস্ক: যেকোনো ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটেই এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট-শিকারি হিসেবে নিজের নাম লিখিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট-শিকারিদের এই তালিকায় আফ্রিদি ও আজমলের পরের আটটি স্থান যথাক্রমে উমর গুল (৮৩), লাসিথ মালিঙ্গা (৭৪), অজন্তা মেন্ডিস (৬৬), স্টুয়ার্ট ব্রড (৬৫), ডেল স্টেইন (৫৫), নাথান ম্যাককালাম (৫৫), গ্রায়েম সোয়ান (৫৩), নুয়ান কুলাসেকারার। (৪৬)।
৩৮ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান আছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট-শিকারিদের তালিকার ১৩তম স্থানে। এই তালিকার প্রথম বিশের মধ্যে থাকা অপর বাংলাদেশি ক্রিকেটার আবদুর রাজ্জাক। তিনি ৩৪টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ৪৪টি উইকেট। তাঁর অবস্থান ষোলোতম।