জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণা করলো বিসিবি
স্পোর্টস ডেস্ক: তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২ নভেম্বর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ৫ নভেম্বর প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে তাদের দুই সপ্তাহের সফর। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে অতিথিদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন। এবার দলে নতুন মুখ—পেসার কামরুল ইসলাম রাব্বি। চোট কাটিয়ে ফিরেছেন প্রতিশ্রুতিশীল পেসার তাসকিন আহমেদও। বিশ্বকাপের পর ওয়ানডে দল থেকে বাদ পড়া ওপেনার ইমরুল কায়েসও আছেন প্রাথমিক দলে। তবে রুবেল হোসেন নেই।গত ফেব্রুয়ারিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরার পর আল আমিন হোসেন আর জাতীয় দলে সুযোগ পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে আছে আল আমিনের নাম।
বাংলাদেশের প্রাথমিক দল মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।