সুযোগ পেলেন ইমরুল

সুযোগ পেলেন ইমরুল

স্পোর্টস ডেস্ক: অবশেষে দলে সুযোগ পেলেন ইমরুল কায়েস। চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে আকস্মিকভাবে ডাক পেলেন ইমরুল। এবার সুযোগটা কাজে লাগাতে চান বাঁহাতি এই ওপেনার। তিনি বলেন ‘এটা আমার জন্য বিরাট সুযোগ। বিশ্বকাপের পর খুব একটা সুযোগ হয়নি খেলার। জাতীয় লিগ থেকে এ ম্যাচ ভালো ছন্দে আছি। এখন সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব।’

বিশ্বকাপ দলেও হঠাৎ ডাক পেয়েছিলেন তিনি। সেবার এনামুল হকের চোটের কারণে। কিন্তু ক্রিকেটের বড় মঞ্চে হাসেনি ইমরুলের ব্যাট। তিন ম্যাচে করলেন মাত্র ৯ রান। বাদ পড়লেন ওয়ানডে দল থেকে।

জাতীয় লিগে খুলনার হয়ে নিয়মিতই কথা বলেছে ইমরুলের ব্যাট। শেষ দুই ম্যাচে ২ সেঞ্চুরি। ফিফটি এসেছে কাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও। টেস্টে এ বছর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানও ইমরুলের। ৫ টেস্টে ১ সেঞ্চুরি ২ ফিফটিতে ৫৪.৮৫ গড়ে ৩৮৪ রান।

গুঞ্জন ছিল, জিম্বাবুয়ে সিরিজে সৌম্য না খেলতে পারলে তাঁর জায়গায় সুযোগ পেতে পারেন এনামুল। শেষ পর্যন্ত সুযোগটা পেলেন ইমরুল। প্রধান নির্বাচক ফারুক আহমেদের যুক্তি, ‘ইমরুল নিয়মিত টেস্টে খেলছে। ভালো পারফর্মও করেছে। ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলেছে। আজও (কাল) আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। এনামুল অবশ্য দীর্ঘদিন দলের বাইরে। যেহেতু ইমরুল টেস্টে ভালো খেলছে, আমরা দেখতে চাই সে ওয়ানডেতে কেমন করে।’ favicon

Sharing is caring!

Leave a Comment