টি-টোয়েন্টিও জিতলো বাংলাদেশ !
স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটের সহজ জয় পেয়েছে মাশরাফি বাহিনী। জয়ের বন্দরে পৌঁছে গেছে ১৪ বল হাতে রেখেই। দাপুটে এই জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও বাংলাদেশ এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে মাত্র ১ রান করে রানআউট হয়েছেন এনামুল। ষষ্ঠ ওভারে সাব্বিরকে আউট করেছেন তেন্দাই চিসোরো। ১৮ রান করে ফিরে গেছেন সাব্বির। পরের ওভারে মাত্র দুই রান করে গ্রেম ক্রেমারের শিকার হয়েছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা মুশফিক। চতুর্থ উইকেটে ২৫ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন তামিম ও নাসির। কিন্তু ১১তম ওভারে বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়ে দুজনকেই সাজঘরে পাঠিয়েছে ক্রেমার। ১৬ রান করে আউট হয়েছেন নাসির। তামিম করেছেন ৩১ রান। দুজনেই আউট হয়েছেন এলবিডব্লিউ হয়ে। ষষ্ঠ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন লিটন দাস ও মাহমুদউল্লাহ। ১৬তম ওভারে ১৭ রান করে লিটন আউট হয়ে গেলেও মাহমুদউল্লাহ মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। শেষপর্যন্ত ২২ রান করে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। টানা দুই বলে একটি চার ও একটি ছয় মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি অপরাজিত ছিলেন ১৫ রান করে।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩১ রানে অলআউট হয়েছে সফরকারী জিম্বাবুয়ে। ব্যাটিং করতে নেমে শুরুতেই টাইগারদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নেন। একপর্যায়ে ৩৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
কিন্তু ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেই দলের হয়ে একাই লড়াই করছিলেন ম্যালকম ওয়ালার। ১৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ করা ১২২ রানের অর্ধেকের বেশি রান আসে ওয়ালারের ব্যাট থেকে। পরে ১৮ ওভারের শেষ বলে এ ‘ডেঞ্জারম্যানকে’ ৬৮ রানে সাজঘরে ফেরান পেস বিস্ময় মুস্তাফিজ। ৩১ বল খেলে তিনি এ রান সংগ্রহ করেন। ওয়ালার আউট হয়ে যাওয়ার পর জিম্বাবুয়ে সংগ্রহ করতে পেরেছে কেবল ৯ রান।
বাংলাদেশের হয়ে মাশরাফি, মুস্তাফিজ, আল-আমিন ও অভিষিক্ত জুবায়ের ২ টি করে উইকেট নিয়েছেন।