বিপিএলে রংপুরের শুভ সূচনা

বিপিএলে রংপুরের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে নাটকীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। শ্বাসরুদ্ধকার এই ম্যাচে তামিম ইকবালের দল চিটাগাং ভাইকিংসকে ২ উইকেটে হারিয়েছে রংপুর।

এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নামে চিটাগাং ভাইকিংস, দলের হয়ে ইনিংস ওপেন করেছেন তামিম ও শ্রীলঙ্কান তারকা তিলকরত্নে দিলশান। অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে বোলিং আক্রমণের সূচনা করেন অধিনায়ক সাকিব আল হাসান ও শ্রীলঙ্কান পেসার থিসারা পেরেরা। তবে তামিম-দিলশান জুটি বেশ ভালই সামলান তাদের। ৪.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৫২ রান তোলার পর ব্যক্তিগত ২৯ রানে (১৬ বলে) আউট হন দিলশান। তবে তামিম ছিলেন অদম্যই। যদিও ৩২ বলে ৬ বাউন্ডারি ও ১ ছক্কায় ৫১ রান করে তাকে থামতে হয় সাকলাইন সজীবের স্পিনে; পাকিস্তানী তারকা মিসবাহ-উল-হকের হাতে ধরা পড়ে। দলীয় ১১৭ রানে আউট হন তামিম। ২ রান পরই আউট হন ৩০ বলে ৩৬ রান করা এনামুল হক বিজয়। এ ছাড়া ১৮ বলে ৩৯ রানে ইনিংস খেলেন শ্রীলঙ্কার জীবন মেন্ডিস। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে তামিমের দল। রংপুর রাইডার্সের পক্ষে সাকলাইন সজীব ৩ এবং পেসার আবু জায়েদ ২ উইকেট নেন। সাকিব ম্যাচে ২ ওভার বল করে ২২ রান দেন।

১৮৮ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগং ভাইকিংসের পেসারদের তোপের মুখে পড়ে রংপুর রাইডার্স। বিশেষ করে পাকিস্তানী পেসার মোহাম্মদ আমিরের তোপে পড়ে দলীয় ২৩ রানেই সৌম্য সরকার ও অধিনায়ক সাকিব আল হাসানসহ ৪ ব্যাটসম্যানকে হারায় দলটি। তবে মিসবাহ ৩৯ বলে ৬১ এবং থিসারা পেরেরা ১৭ বলে ৪৩ রান করে দলকে জয়ের পথে টেনে নেন। আর আল-আমিন ২৮ বলে ৩৮ এবং ড্যারেন স্যামি ৭ বলে ১৮ রান করে সেই পথ সুগম করেন। ২ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স।

চিটাগাং ভাইকিংসের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন আমির। এ ছাড়া ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শফিউল ইসলাম ও এলটন চিগাম্বুরা। ম্যাচ সেরা হয়েছেন মিসবাহ-উল-হক। favicon

Sharing is caring!

Leave a Comment