আবারও নিষিদ্ধ সাকিব
স্পোর্টস ডেস্ক: বিশ্বের শীর্ষ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল-হাসানের বিরুদ্ধে এক ম্যাচের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি আসরে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ চলাকালীন সাকিব একাধিকবার অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় শুক্রবার তাকে ম্যাচে নিষিদ্ধ করা হয়।
বার্তা সংস্থা এএফপি’র এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের ম্যাচে সিলেট সুপার স্টার্সের ব্যাটসম্যান দিলশান মুনাউইরা আউট হয়ে মাঠ ছাড়ার পর অশ্রাব্য ভাষা ব্যবহার করেন সাকিব। এ ছাড়া প্রতিদ্বন্দ্বী সিলেট দলের ইনিংস চলাকালীন ত্রয়োদশ ওভারের খেলার সময় দলের ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিরুদ্ধে করা একটি আপিল আবেদন খারিজ করে দেওয়ায় আম্পায়ার হিসেবে দায়িত্বরত তানভীর আহমেদকে উদ্দেশ্য করেও আক্রমণাত্মক ও অশ্রাব্য ভাষা ব্যবহার করেছিলেন তিনি।
এ সব অভিযোগ প্রমাণিত হওয়ায় আবারো নিষিদ্ধ করাসহ সাকিবের আড়াইশ’ ডলার জরিমানাও করা হয়েছে। এর আগেও নানা সময় ‘গুরুতর আচরণগত সমস্যা’র কারণে শাস্তি পেয়েছিলেন দেশের অন্যতম শীর্ষ ও তারকাখ্যাতিসম্পন্ন এই খেলোয়াড়। ছয় মাসের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিষিদ্ধ করেছিল তাকে, যদিও পরবর্তীতে তিনি ক্ষমা চাওয়ায় শাস্তির মেয়াদ কমিয়ে আনাও হয়েছিল।