শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানস
স্পোর্টস ডেস্ক: রংপুর রাইডার্সের বিপক্ষে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইমরুল কায়েস-মারলন স্যামুয়েলসের ঝড়ো জুটিতে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুক্রবার ১১.৫ ওভারেই রংপুরের বেধে দেওয়া লক্ষ্য ছুঁয়ে ফেলে মাশরাফি বিন মুর্তজার দল। এর আগে ১৯.৫ ওভারে ৮২ রানে গুটিয়ে ব্যাটিং লজ্জায় পড়ে রংপুর রাইডার্স।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে মাহমুদুল হাসান ও ইমরুল ২৯ রানের জুটি গড়েন। মাহমুদুল ১১ রানে সাজঘরে ফেরার পর স্যামুয়েলসকে নিয়ে ৫৫ রানের আরেকটি জুটি গড়ে ম্যাচ শেষ করে দেন ইমরুল। শেষ পর্যন্ত ২ চার ১ ছয়ে ২৪ রানে অপরাজিত থাকেন তিনি। আর স্যামুয়লেস ৮ চার ১ ছয়ে ২৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।
এর আগে মোহাম্মদ মিথুনের ব্যাটে খানিকটা লজ্জা এড়ায় রংপুর। ৪২ বলে সর্বোচ্চ ২৮ রান করেছেন মিথুন। দ্বিতীয় সর্বোচ্চ সাকলায়েন সজীবের ১১ রান।
শুরুতে লেন্ডন সিমন্স ৩, সৌম্য সরকার ৫, জহুরুল ইসলামকে ৪, অধিনায়ক মিসবাহ-উল-হক ১৭ বলে ৬, আল-আমিন শূন্য রানে ফিরে ব্যর্থতার পরিচয় দেন। থিসারা পেরেরা ৯, সচিত্রা সেনানায়েকে ৯ ও আরাফাত সানি ২ রানে সাজঘরে ফিরে ব্যর্থতার মিছিল আরো লম্বা করে যান।
কুমিল্লার হয়ে নুয়ান কুলাসেকারা ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছেন। আবু হায়দারের ২ট ও নারাইন-জাইদি পেয়েছেন ১টি করে উইকেট। এদিন নিষেধাজ্ঞার কারণে অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় রংপুরকে নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি মিসবাহ-উল-হক।