আবারও জিতলো বরিশাল

আবারও জিতলো বরিশাল

স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। দুই দল আগেই শেষ চারে খেলা নিশ্চিত করে। কেননা এদিন দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেট সুপারস্টার্স হেরে যাওযায় সব কিছু পরিস্কার হয়। তবুও এই ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ঠাসা। সেই ম্যাচে দারুণ এক রোমাঞ্চকর জয় পেল বরিশাল বুলস। ক্যারিবিয়ান পেস বোলার রায়াদ এমরিতের অপরাজিত ২৮ বলে ৫৪ আর মেহেদী মারুফের ৩৭ রানে ভর করে ২ বল ও ২ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল।

প্রথমে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা ঢাকা ডায়নামাইটস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান করে। জবাবে বরিশাল ২ বল হাতে রেখে ৮ উইকেটে জয় পায়। জয়ের জন্য ১৩৭ রানের লক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে বরিশাল বুলস। দলীয় ১৫ রানে ওপেনার রনি তালুকদার মোহাম্মদ ইরফানের বলে ইরফান শুকুরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এরপরেই ব্রেন্ডন টেইলর ও দলীয় অধিনায়ক মাহমুদউল্লাহ সাজঘরে ফেরেন। এরপর ক্যারিবিয়ান ব্যাটসম্যান এভিন লুইস ও মেহেদী মারুফের মধ্যে ২০ রানের একটা ছোট্ট জুটি গড়ে ওঠে। কিন্তু দলীয় ৪৫ রানে ব্যক্তিগত ৯ রানে লুইসও ফিরে যান প্যাভিলিয়নে।এরপর দ্রুত আরে দুই উইকেট হারায় বরিশাল। দলীয় রান তখন ৬ উইকেটে ৫৯। এমন সময় ব্যাটে নামেন এমরিত। মেহেদী মারুফের সঙ্গে ধীরে ধীরে খেলতে থাকেন। কিন্তু মারুফ দলীয় ৭৬ রানে ব্যক্তিগত ৩৭ রানে মোশারফ হোসেনের বলে স্ট্যাম্প হন।

একপ্রান্ত আলগে রেখে তখন ম্যাচের দ্বায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এমরিত। শেষ পর্যন্ত একাই লড়াই করেন ঢাকা ডায়নামাইসের বোলিংয়ের বিপক্ষে। শেষ ২ ওভারে বরিশালে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রান। আর তা লিখিন দত্তকে সঙ্গে নিয়ে দুই বল হাতে রেখে তুলেন এমরিত। সঙ্গে সঙ্গে বাধ জয়ের আনন্দে মাতেন এই ক্যারিবিয়ানসহ পুরো দল। favicon5

Sharing is caring!

Leave a Comment