টেনিসে ফিক্সিংয়ের গুঞ্জন

টেনিসে ফিক্সিংয়ের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক : গ্র্যান্ড স্লাম টেনিসকে ঘিরে ২০০৭ সালের পর আবারও ফিক্সিংয়ের আলোচনা শুরু হয়েছে। বাজফিড নিউজ এবং বিবিসি সংবাদ বলছে কর্তৃপক্ষের হাতে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও কোন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। অথচ চলতি মৌসুমেই এমন অনেক খেলোয়াড় অংশ নিচ্ছে যাদের এই ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার সম্ভাবনা বেশ জোরালো।

স্পোর্টস দুর্নীতি তদন্তের সাথে যুক্ত মার্ক ফিলিপস বলছেন, ‘যে প্রমাণগুলো পাওয়া গেছে সেগুলো বেশ জোরালো। মূল চক্রটাকে খুঁজে বের করতে হবে আমাদের।’ কিন্তু এটিপি সভাপতি ক্রিস কারমোড বলছেন, ‘আমরা প্রমাণ হাতে নিয়ে বসে আছি এটা সত্যি না। তথ্য এবং প্রমাণ, এই দুয়ের মাঝে বিস্তর পার্থক্য রয়েছে। প্রমাণ হাতে আসলেই মাঠে নামব আমরা।’

টেনিসে ফিক্সিং নিয়ে ২০০৭ সালে ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে সরাসরি বলেছিলেন, ‘আমি অবাক হচ্ছি না। যে খেলোয়াড় প্রথম রাউন্ডে হেরে বাড়ি ফেরে, সে পায় মাত্র আড়াই হাজার ডলারের একটি চেক। নিজের প্লেন ভাড়া দিয়ে আর কী থাকে? একজনের ক্যারিয়ার হয় বড়জোর ১০ থেকে ১২ বছর। তাই স্বাভাবিকভাবে টাকা আয় যা করার এই সময়ের মধ্যেই করে নিতে চাইবে অনেকে।’ favicon59

Sharing is caring!

Leave a Comment