বিনামূল্যে গুগল ফটোস ব্যবহারের দিন শেষ!

বিনামূল্যে গুগল ফটোস ব্যবহারের দিন শেষ!

  • বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক

এতদিন অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকদের বিনামূল্যে আনলিমিটেড ক্লাউড ব্যাক আপের সুযোগ দিত গুগল। কিন্তু জুন মাসের প্রথম দিন থেকে এই আনলিমিটড ক্লাউড ব্যাক আপ শেষ হচ্ছে। গুগল ফটোস ইন্টারনেটে ফোটো ব্যাক-আপের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হলেও চলতি মাসের শেষে সেখানে আনলিমিটেড ছবি ও ভিডিও ব্যাকআপের সুবিধা আর পাবেন না গ্রাহকেরা।

২০২০ সালের নভেম্বরেই গুগলের তরফে জানানো হয়েছিল যে, ১ জুন, ২০২১ থেকেই বিনামূল্যে ‘হাই কোয়ালিটি’ আনলিমিটেড ব্যাক আপ শেষ হচ্ছে গুগল ফটোসে। ১ জুন থেকে সব গুগল গ্রাহক বিনামূল্যে ১৫ জিবি ছবি ক্লাউড ব্যাক আপ করতে পারবেন। অতিরিক্ত স্পেস প্রয়োজন হলে বিভিন্ন দামে গুগল ওয়ান সাবস্ক্রিপশন কেনা যাবে।

যদিও গুগল জানিয়েছে ১ জুনের আগে ব্যাক আপ করা সব ‘হাই কোয়ালিটি’ ছবি ও ভিডিও ১৫ জিবি স্টোরেজের আওতায় পড়বে না।

তবে, আপনি চাইলে গুগল ফটোসে আপলোড করা সব ছবি ও ভিডিও নিজের কম্পিউটারে ডাউনলোড করতে পারবেন। প্রত্যেক ছবি পৃথকভাবে ডাউনলোড করার অপশন যেমন রয়েছে, তেমনই আবার সব ছবি একসঙ্গে ডাউনলোড করার সুবিধাও থাকছে। গুগল টেকআউট-এর মাধ্যমে গুগল ফটোসের সব ছবি একসঙ্গে ডাউনলোড করা যাবে। পাশাপাশি আবার গুগল টেকআউট ব্যবহার করে গুগল সার্ভিসের সব ধরনের ডেটা ডাউনলোড করা সম্ভব।

গুগল ফটোস থেকে সব ছবি আপনার কম্পিউটারে কীভাবে ডাউনলোড করবেন, জানুন

* প্রথমেই takeout.google.com ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন।

* এবার একটি ‘New Export’ তৈরি করুন।

* আপনি শুধু ফোটো ডাউনলোড করতে চাইলে অন্য সব গুগল সার্ভিস ডিসসিলেক্ট করে শুধুমাত্র গুগল ফটোস সিলেক্ট করুন।

* তারপরে যে যে অ্যালবামের ছবি ডাউনলোড করতে চান, সেগুলি এক এক করে সিলেক্ট করে, Ok অপশনে ট্যাপ করুন এবং তার পরে Next Step অপশনে ক্লিক করুন।

* এর পরে আপনি ইমেলের মাধ্যমে ছবি ডাউনলোড করতে চান, নাকি সরাসরি ডাউনলোড লিঙ্ক চান তা সিলেক্ট করতে হবে।

* এছাড়াও চাইলে আপনি সরাসরি এই ছবি Dropbox, OneDrive, অথবা Box-এর মতো ক্লাউড সার্ভিসে পাঠাতে পারবেন।

শুধু তাই নয়। আপনি চাইলে আগে ভাগে এই ফাইল ডাউনলোড করতে পারবেন। যেমন ধরুন, আপনার মোট ব্যাক আপের সাইজ ১২ জিবি হলে আপনি ১ জিবির মোট ১২টি ফাইল ডাউনলোড করতে পারবেন। একবার ডাউনলোড রিকোয়েস্ট সাবমিট করলে ডাউনলোড লিঙ্ক তৈরি হতে মাত্র কয়েক মিনিট থেকে বেশ কয়েক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

Sharing is caring!

Leave a Comment