প্রতি কলড্রপে গ্রাহক পাবে ক্ষতিপূরণ!
দি প্রমিনেন্ট ডেস্ক: প্রতিটি কলড্রপের জন্য গ্রাহককে ১ রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে! গত বৃহস্পতিবার ভারতের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে এমনই নির্দেশনা দিয়েছে সেদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ টেলিকম রেগুলেটরি অথিরিটি অব ইন্ডিয়া (টিআরএআই)। সংবাদ: টাইম অব ইন্ডিয়া।
টিআরএআই এক কর্মকর্তারা জানিয়েছেন, কলড্রপের ক্ষতিপূরণ সম্পর্কিত নির্দেশনা খুব শিগগিরই কার্যকর হবে।
এর আগে ভারতের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সাংবাদিকদের জানিয়েছিলেন, যে কোনো কোম্পানির বিরুদ্ধেই কলড্রপের জন্য ব্যবস্থা নিতে টিআরএআইকে বলা হয়েছে। বিগত ৫/৬ মাস ধরে কলড্রপের উপর একটি তদন্তও চলছে।
এমনকি মাস কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কলড্রপ সমস্যা নিয়ে কথা বলেন। টিআরএআই’র সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, গত এক বছরে পিক আওয়ারে ভারতে কলড্রপ দ্বিগুণ হয়েছে।