হাতের গ্লাভস এখন স্মার্টফোন !

হাতের গ্লাভস এখন স্মার্টফোন !

প্রযুক্তি ডেস্ক: গ্লাভস ক্রিকেই খেলার জন্য ব্যবহৃত হয়ে। ব্যাটসম্যানের ব্যাট করতে যেমন গ্লাভস লাগে, তেমন উইকেট কিপারের কিপিং করার জন্যও গ্লাভস লাগে। এখন আপনি যদি দেখেন কেউ গ্লাভস পরে ক্রিকেট না খেলে তা দিয়ে কথা বলছে, তাহলে কি আপনি অবাক হবেন না? আসলে আপনার অবাক হওয়ার কিছুই নেই! কারণ সফটপিডিয়া বলছে, গ্লাভস এখন স্মার্ট ফোনের কাজ করবে।

সফটপিডিয়ার ওয়েব সাইটে বলা হয়েছে, ব্রায়ান কেরা নামে এক ব্যক্তি এমন এক ধরনের গ্লাভস তৈরি করেছেন যা স্মার্টফোনের কাজ করবে। মূলত একটি জটিল ত্রিমাত্রিক প্রিন্টিং প্রকল্পে কাজ করতে গিয়ে গ্লাভস ফোন তৈরির বিষয়টি তার মাথায় আসে।

এ সম্পর্কে ব্রায়ান বলেন, আজকাল বেশিরভাগ মানুষ এমনভাবে ফোনের সঙ্গে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল হয়ে পড়েছেন যাতে মনে হচ্ছে ফোনটি তার আলাদা একটি অঙ্গ হয়ে উঠেছে। মানুষ হয়তো চায় সেটি তার দেহের সঙ্গে যুক্ত করতে, একটি স্বাভাবিক অঙ্গ হিসেবে। যেহেতু এর কোনো সম্ভাবনা নেই, তাই মানুষ যান্ত্রিক ও বৈদ্যুতিক নিয়ন্ত্রকমূলক সক্ষমতা সম্পন্ন স্মার্টফোন তৈরি করবে। একটি গ্লাভসও একই কাজ করতে পারে।

ত্রিমাত্রিক প্রিন্টিং প্রজেক্টের গ্লাভস আকারের এই ফোন ডিজাইন ও তৈরি করতে দুই মাস সময় লেগেছে ব্রায়ানের। এটি তৈরি করতে ব্রায়ান বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স কাটাকাটি করেছেন । এসব করতে ভালোই লাগে তার। তিনি একটি ফোনের সব ধরনের বাটন এবং সুইস খুলে নিয়ে ঝালাই করার রাং দিয়ে তার এবং সঠিক বস্তুগুলোকে একত্রে জুড়ে দিয়ে তৈরি করেছেন গ্লাভস ফোন।

হাতে পরার পর আঙ্গুল নড়াচড়া করে কিংবা আঙ্গুল টিপে ফোনের মতো ব্যবহার করা যায় গ্লাভস আকারে তৈরি এই ফোনটি। favicon

Sharing is caring!

Leave a Comment