ব্রাউজারে সেভ হবে গুগল ইমেজ

ব্রাউজারে সেভ হবে গুগল ইমেজ

প্রযুক্তি ডেস্ক: নতুন একটি ফিচার যোগ করলো সার্চ ইঞ্জিন গুগল। এই ফিচারের মাধ্যমে কোনো ছবি সার্চ করে মোবাইল ফোনের ব্রাউজারে দরকারি ছবিগুলো সেভ  করে রাখা যাবে। তবে আপাতত যুক্তরাষ্ট্রেই এই সুবিধা পাওয়া যাবে। আইওএস বা অ্যানড্রয়েড দুই ভার্সনেই জন্যই কাজ করবে এই ফিচারটি।

এই ফিচার সম্পর্কে গুগলের সফটওয়্যার ডিজাইনার দিয়েগো আক্কামে নতুন একটি ব্লগপোস্ট লিখেছেন। আক্কামে তার ব্লগে লেখেন, ধরুন আপনি কোনো একটা নির্দিষ্ট ছবি খুঁজতে চান। প্রথমে ছবির নাম লিখে সার্চ দিন এবং পছন্দের ছবিটির পাশে থাকা স্টার ট্যাবটি ক্লিক করুন তাহলে ছবিটি ব্রাউজারে সেভ হয়ে যাবে। এরপর ব্রাউজারে ঢুকলেই ছবিটি পেয়ে যাবেন। নতুন করে আর খুঁজতে হবে না।

তথ্যসূত্র: ম্যাশেবল ম্যাগাজিন

Sharing is caring!

Leave a Comment