আপডেট হচ্ছে স্যামসাং ‘এ’ সিরিজ
প্রযুক্তি ডেস্ক : ২০১৬ সালকে সামনে রেখে আপডেট হচ্ছে স্যামসাং গ্যালাক্সির ‘এ’ সিরিজ। মেটাল বডিকে থিম করে এ-৭, এ-৫ এবং এ-৩ মডেলের তিনটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। সংবাদ: টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, স্যামসাং গ্যালাক্সি এ-৭ হ্যান্ডসেটটিতে থাকবে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে এবং এটি চলবে অক্টা-কোর প্রসেসরের মাধ্যমে। এই হ্যান্ডসেটটিতে র্যাম থাকবে ৩ জিবি। অন্যদিকে ৫.২ ইঞ্চি স্ক্রিনের সাথে গ্যালাক্সি এ৫ এ হ্যান্ডসেটে থাকবে ফুল এইচডি (১০৮০ পিক্সেল) রেজুলেশন। এটিও চলবে অক্টা-কোর ১.৬ গিগাহার্টজ চিপ দিয়ে, কিন্তু এটির র্যাম থাকবে ২ জিবি। অপরদিকে গ্যালাক্সি এ৩-এর ৫.২ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে থাকবে এইচডি (৭২০ পিক্সেল) রেজুলেশন এবং চলবে ১.৫ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর দিয়ে। আর এর র্যাম থাকবে ১.৫ জিবি। তিনটি হ্যান্ডসেটই চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের ৫.১.১ ললিপপ ভার্সনে। ১২৮ জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট নেবে।