আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে

আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : তাইওয়ানভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমস জানিয়েছে, আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হবে। এই ডিসপ্লেটি ৫ দশমিক ৮ ইঞ্চির মতো হতে পারে।।

ওয়েবসাইটটির প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, ২০১৭ অথবা ২০১৮ সালে এই ডিসপ্লের আইফোন বাজারে আসতে পারে। এই ফোনের মাধ্যমেই এলসিডি ডিসপ্লে ছেড়ে ওএলইডি ডিসপ্লের আইফোন নিয়ে বানাচ্ছে অ্যাপল। এই ডিসপ্লে তৈরি করতে অ্যাপল স্যামসাংয়ের সহায়তা নেবে। এ ব্যাপারে স্যামসাংয়ের সাথে চুক্তিও হয়েছে অ্যাপলের। তবে ধারণা করা হচ্ছে এলজির সহায়তাও নিতে পারে অ্যাপল।

এদিকে আগামী ২১ মার্চের ইভেন্টে নতুন ‘আইফোন ৫ এসই’ মডেলের ঘোষণা আসবে অ্যাপলের পক্ষ থেকে। ৪ ইঞ্চি ডিসপ্লে নিয়ে তৈরি হয়েছে এটি। favicon59

Sharing is caring!

Leave a Comment