ভাইবারের নতুন ফিচার

ভাইবারের নতুন ফিচার

প্রযুক্তি ডেস্ক : বিনা মূল্যে বার্তা, ছবি ও ভিডিও কলিংয়ের জনপ্রিয় অ্যাপ হচ্ছে ভাইবার। বর্তমানে বিশ্বব্যাপী ভাইবারের ৬০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ব্যবহারকারীদেরকে উন্নত সুবিধা দিতে ভাইবারের নতুন সংস্করণে দুইটি নতুন ফিচার নিয়ে আসা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ও আইওএস স্মার্টফোনের জন্য ভাইবারের নতুন সংস্করণটিতে যুক্ত করা হয়েছে অন্যের কাছে পাঠানো বার্তা মুছে ফেলার সুবিধা। অর্থাৎ কাউকে বার্তা পাঠানোর পর বার্তাটি নিজের মোবাইল থেকেই মুছে ফেলা যাবে। ভাইবারের তথ্য মতে ‘এখন থেকে প্রেরক এবং প্রাপক উভয়ের ফোন থেকেই বার্তা মুছে ফেলা যাবে। নতুন ফিচারটি উভয় ডিভাইসের তথ্য মুছে ফেলতে কাজ করবে। ব্যক্তিগত চ্যাটিং, গ্রুপ চ্যাটিং এবং পাবলিক চ্যাটিংয়ের ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়, বার্তা মোছার সময় জিজ্ঞেস করা হবে যে আপনি কি শুধু নিজের ডিভাইসের বার্তা মুছে ফেলতে চান (Delete for myself) নাকি অন্যদেরটাও (Delete for everyone) । এছাড়াও নতুন সংস্করণে চ্যাটিংয়ে ফাইল অ্যাটাচমেন্ট সুবিধা যুক্ত করা হয়েছে । সর্বোচ্চ ২০০ মেগাবাইট সাইজের ফাইল পাঠানোর সুবিধা দেবে ভাইবার।favicon

Sharing is caring!

Leave a Comment