চীন ছেড়ে ভারতে মাইক্রোম্যাক্স
প্রযুক্তি ডেস্ক : চীন ছেড়ে ভারতে মোবাইল ফোন উৎপাদন শুরু করবে বলে ঘোষণা দিয়েছে ভারতের প্রযুক্তিপণ্য নির্মাতা মাইক্রোম্যাক্স ইনফরমেটিকস। সংবাদ : রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, মোবাইল ফোন উৎপাদনের খরচ কমাতে চীন ছেড়ে ভারতে উৎপাদন শুরু করবে মাইক্রোম্যাক্স। মাইক্রোম্যাক্সের কর্মকর্তা রাহুল শর্মা বলেছেন, বর্তমানে দুই-তৃতীয়াংশ ফোন ভারতে সংযোজন করা হয়। চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি ভারতে স্থানীয় যন্ত্রাংশের সরবরাহ বাড়ায় ভারতে ফোন তৈরি করবে মাইক্রোম্যাক্স।
রাহুল বলেন, আগামী দুই বছরের মধ্যে মাইক্রোম্যাক্স পুরোপুরি ভারতে চলে আসবে। এর আগে ভারতে ফোন তৈরিতে এ রকম কোনো সুবিধা ছিল না। কিন্তু এখন তা তৈরি হয়েছে। মানবসম্পদের ক্ষেত্রে চীনের চেয়ে ভারত বেশি সাশ্রয়ী।
২০০৮ সালে যাত্রা শুরু হওয়ার পর সাশ্রয়ী দামের ফোন বাজারে এনে জনপ্রিয় হয় মাইক্রোম্যাক্স। ভারতের বাজারে দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স। প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।