ফেসবুকে ‘মিউ’ থেকে দূরে থাকুন

ফেসবুকে ‘মিউ’ থেকে দূরে থাকুন

প্রযুক্তি ডেস্ক : ফেসবুকের জনপ্রিয় জরিপের অ্যাপ ‘মিউ’ থেকে সতর্ক থাকতে বলেছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। দ্য ইন্ডিপেনডেন্টের এক খবরে বলা হয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত নানা তথ্য সংগ্রহ করে ‘মিউ’ নামের অ্যাপ্লিকেশনটি। নানা কুইজের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়, ফেসবুকে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের অ্যাপ ব্যবহারকারীদের সাইন আপ করার জন্য ব্যক্তিগত তথ্য চায়। কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা এসব অ্যাপ বিষয়ে সতর্ক করে বলেছেন, যেসব অ্যাপে প্রয়োজনের চেয়ে বেশি তথ্য চাওয়া হয়, সেগুলো ব্যবহার থেকে সতর্ক থাকা উচিত। মিয়াও অ্যাপ্লিকেশনটি ফেসবুক প্রোফাইলের তথ্য চাওয়ার পাশাপাশি, বন্ধু তালিকা, ই-মেইল ঠিকানা, টাইমলাইন পোস্ট ও ছবি ব্যবহারের অনুমতি চায়। এ ছাড়া মজার কুইজের মাধ্যমেও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। ‘মিউয়ের’ ওয়েবসাইটের ব্যবহারবিধিতে লেখা আছে, ‘আপনি যখন মিউ ব্যবহার করবেন বা মিও দিয়ে যোগাযোগ করবেন, মিউ তখন তথ্য সংগ্রহ করবে।’favicon5

Sharing is caring!

Leave a Comment