ব্ল্যাকবেরি আনবে মাঝারি দামের স্মার্টফোন

ব্ল্যাকবেরি আনবে মাঝারি দামের স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক : ২০১৬ সালে মাঝারি দামের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। আর এ খবর জানিয়েছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে চেন এ কথা জানান।

ব্লুমবার্গের সঙ্গে সাক্ষাৎকারে চেন বলেন, ‘প্রিভের সাফল্যে আমরা অনুপ্রাণিত হয়েছি। এ সাফল্যের ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দামের আরো কিছু অ্যানড্রয়েড ফোন বাজারে আনব। এর পাশাপাশি মাঝারি দামের অ্যানড্রয়েড সেটও আগামী বছর বাজারে আনার পরিকল্পনা রয়েছে আমাদের।’

তবে কবে নাগাদ এসব হ্যান্ডসেট বাজারে ছাড়া হবে, সে সম্পর্কে চেন স্পষ্ট করে কিছু জানাননি। তিনি বলেছেন, ‘আগামী কয়েক মাসে প্রিভের বাজার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে আরো ৩১টি দেশে পাওয়া যাবে প্রিভ।’

মাঝারি দামের অ্যানড্রয়েড ফোনগুলোর দাম কেমন হবে, সে সম্পর্কেও কোনো ধারণা দেননি চেন।

এ বছরের অক্টোবরে বাজারে ছাড়া হয় ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড ফোন ‘ব্ল্যাকবেরি প্রিভ’। আর এই হ্যান্ডসেটের মাধ্যমেই দীর্ঘ দুই বছর পর মুনাফার মুখ দেখেছে ব্ল্যাকবেরি। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ব্ল্যাকবেরি প্রিভ বিক্রি হয়েছে সাত লাখের বেশি ইউনিট।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, দ্বিতীয় অ্যানড্রয়েড ফোন নিয়ে গবেষণা শুরু করেছে ব্ল্যাকবেরি। এসটিভি১০০-১ কোড নেমের নতুন এই ডিভাইসে স্যামসাংয়ের এক্সিনোস চিপ পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখেছে তারা।

গত মাসে ফাঁস হওয়া কিছু ছবির ভিত্তিতে বলা হচ্ছে, ব্ল্যাকবেরির নতুন এই অ্যানড্রয়েড হ্যান্ডসেটের নাম হতে পারে ‘ব্ল্যাকবেরি ভিয়েনা’।favicon5

Sharing is caring!

Leave a Comment