স্যামসাংয়ের নতুন ফোন
প্রযুক্তি ডেস্ক : ফেব্রুয়ারিতেই উন্মুক্ত হতে যাচ্ছে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের টেক ব্লগার ইভান লুচকোভ, যিনি ২০১৪ সালে গ্যালাক্সি এস৫ ‘আনপ্যাক ইভেন্ট’-এর দিনক্ষণ ফাঁস করেছিলেন। সংবাদ: রয়টার্স।
নতুন এই ফোনটির নাম হবে গ্যালাক্সি এস৭-এর স্ক্রিন হবে ৫ দশমিক ২ ইঞ্চির এবং এস৭ এজের স্ক্রিন হবে ৫ দশমিক ৫ ইঞ্চির। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্যামসাং তাদের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। এবার তারা ৩৩ লাখ এস৭ এবং ১৬ লাখ এস৭ এজ তৈরি করবে। যদিও স্যামসাংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস৭-এর ডিজাইন হবে অনেকটা এস৬-এর মতই। তবে নতুন স্মার্টফোনটিতে থাকবে কোয়ালকোম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরের সঙ্গে ৪ জিবি র্যাম এবং যোগ হবে ইউএসবি টাইপ সি পোর্ট।![]()
