হুয়াউয়ের পাওয়ার ব্যাংক

হুয়াউয়ের পাওয়ার ব্যাংক

প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বাংলাদেশের বাজারে এসেছে হুয়াউয়ে ব্র্যান্ডের এপি০০৭ মডেলের পাওয়ার ব্যাংক।

স্মার্টফোন যারা ব্যবহার করেন তাদের প্রায় সকলেই ব্যাটারির চার্জ সমস্যায় ভুক্তভোগী। কেননা নানা উন্নত ফিচার থাকায় স্মার্টফোনের চার্জ শেষ হয় দ্রুত। এক্ষেত্রে পাওয়ার ব্যাংক হচ্ছে বিপদের বন্ধু এবং নিশ্চিন্ত থাকার একমাত্র হাতিয়ার। এর মাধ্যমে সহজেই যখন তখন যত্রতত্র ফোনটি চার্জ দেয়া যায়। হুয়াউয়ের এপি০০৭ মডেলের পাওয়ার ব্যাংকটি ১৩০০০০এমএএইচ ব্যাটারি সক্ষমতা সম্পন্ন, ফলে এর সাহায্যে একটি ট্যাবলেট ডিভাইসকে সম্পূর্ণরূপে চার্জ দেয়া সম্ভব অথবা স্মার্টফোনে দুই বা ততোধিক ফুল চার্জ দেয়া সম্ভব।

ডিভাইসটিতে দুইটি ইউএসবি পোর্ট থাকায় একই সঙ্গে দুইটি ডিভাইস চার্জ দেয়া যাবে।favicon5

Sharing is caring!

Leave a Comment