নকিয়ার ফিচার ফোন
প্রযুক্তি ডেস্ক : ভারতসহ এশিয়ার অন্যান্য দেশের হ্যান্ডসেট বাজারে নকিয়া ২৩০ নামের একটি সাশ্রয়ী ফিচার ফোন এনেছে মাইক্রোসফট। তবে ফিচার ফোন হলেও এতে টাচস্ক্রিন ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা রয়েছে। নতুন এই ফিচার ফোনটিতে সেলফি তোলার জন্য রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। রিয়ার ক্যামেরাটিও এলইডি ফ্ল্যাশসহ ২ মেগাপিক্সেলের।
২.৮ ইঞ্চি কিউভিজিএ এলসিডি টাচস্ক্রিন ডিসপ্লে সুবিধার এই ফোনটিতে ব্রাউজার হিসেবে এতে রয়েছে অপেরা মিনি। এবং অপেরা স্টোর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গেমস সহ আরো কিছু অ্যাপস ব্যবহার করা যাবে। টুজি নেটওয়ার্ক সমর্থিত নকিয়ার নতুন এই ফিচার ফোনটিতে এছাড়াও রয়েছে এমপিথ্রি প্লেয়ার, এমএম রেডিও, ব্লুটুথ এবং ৩২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট সুবিধা। ১২০০এমএএইচ ব্যাটারির এই ফোনটি একবারের সম্পূর্ণ চার্জে ২৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে সচল থাকতে পারবে।