পানিরোধী ফোন আনছে অ্যাপল

পানিরোধী ফোন আনছে অ্যাপল

প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের নতুন আইফোন নিয়ে প্রযুক্তির বাজারে অনেকদিন ধরে কানাঘুষা চলছে। ম্যাশেবল জানায়, অ্যাপলের আইফোন ৬ সি হবে চার ইঞ্চি ডিসপ্লের। এই ফোনটি হবে পানিরোধী। এটি আইফোন ৬ এসের মতই শক্তিশালী হবে।  ম্যাশেবল আরো জানায়, আইফোন ৬ সি ফোনটি দেখতে ছোট আকারের হবে। এটি হবে দ্রুতগতির ফোন। ফোনটি মেটাল বডিতে তৈরি হবে।

চীনের টেক ব্লগ মাই ড্রাইভার্স জানিয়েছে, আইফোন ৬ সির ডিসপ্লের রেজুলেশন আইফোন ৫ এসের মতোই হবে। ফোনটিতে থাকছে ২ জিবি র‌্যাম। বিল্টইন মেমোরি থাকছে ১৬ জিবি। ফোনটিতে এ-৯ প্রসেসর থাকছে। আইফোন ৬ সি তে টাচ আইডি সেন্সর থাকছে। এটির ব্যাটারি হবে ১৬৪২ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

এর আগে কেজিআই এর নিরাপত্তা বিশ্লেষক মিং-জি কাও জানিয়েছিলেন, ৪ ইঞ্চির আইফোন ৬ সি ফোনটি স্পোর্টস মেটালে তৈরি হবে। ফ্রন্টে থাকছে গ্লাস ডিজাইন। যেটি চারপাশে কিছুটা বাঁকানো। ঠিক আইফোন ৬ এসের মতই। আইফোন ৬ সি ফোনটির রিয়ার ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেলের।favicon5

Sharing is caring!

Leave a Comment