নতুন ফোন আনছে স্যামসাং

নতুন ফোন আনছে স্যামসাং

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :২০১৬ সালে এ সিরিজের ফোনগুলোর উন্নত সংস্করণ নিশ্চিত করার পর স্যামসাং এবার নজর দিচ্ছে ‘জে’ সিরিজের দিকে। গত বছর গ্যালাক্সি জে১-এর বাজার জয়ের পর এবার একই সেটের আরেকটি সংস্করণ আসছে এ বছর।

কিছুদিনের মধ্যেই জে৫ ও জে৭ মোবাইল দুটির নতুন সংস্করণ দুবাইতে উন্মুক্ত হওয়ার কথা রয়েছে। মোবাইল ফোনবিষয়ক ওয়েবসাইট জিএসএম অ্যারেনা জানিয়েছে এ তথ্য।প্রতিবেদনে জানানো হয়েছে, গ্যালাক্সি জে৭ (২০১৬)-এর নতুন সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হবে। নতুন এই সংস্করণে থাকবে ৫ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি এমওএলইডি স্ক্রিন।নতুন জে৭-এ থাকবে ১ দশমিক ৫ গিগাহার্টজ স্ন্যাপড্রাগন ৬৫০ এসওসি চিপসেট। স্টোরেজ নিয়ে স্পষ্ট কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে থাকবে ৩ জিবি র‍্যাম। নতুন জে৭-এ থাকবে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর ২৩ মিলিমিটার এফ/২ দশমিক ২ অ্যাপার্চার লেন্স নিয়ে আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নতুন হ্যান্ডসেটটি চলবে ৫.১.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।

অন্যদিকে গত বছরের জুলাইতে বের হওয়া গ্যালাক্সি জে৭-এ ছিল ৫ দশমিক ৫ ইঞ্চি সুপার এমওএলইডি ডিসপ্লের সঙ্গে ৭২০ x ১২৮০ পিক্সেলের এইচডি স্ক্রিন। ১ দশমিক ২ গিগাহার্টজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন ৪১০ এসওসি প্রসেসরের সঙ্গে ছিল ১ দশমিক ৫ জিবি র‍্যাম। ছিল ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৩০০০ এমএএইচ ব্যাটারি, ৩৫৪ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইমসহ। ১৩ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরার সাথে ছিল এফ/১ দশমিক ৯ অ্যাপার্চারসহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।  favicon59

Sharing is caring!

Leave a Comment