আসছে গ্যালাক্সি এস৭
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্পেনের রাজধানী বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হবে দক্ষিণ কোরিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস৭। ২১ ফেব্রুয়ারি এই স্মার্টফোন বের করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। সংবাদ : মিরর।
এ সম্পর্কে ইউটিউবে প্রকাশ করা এক ভিডিও-তে স্যামসাং-এর পক্ষ থেকে বলা হয়, ‘একটি ফোন কী করতে পারে তা নিয়ে নতুনভাবে ভাবতে প্রস্তুত হোন, ২১ ফেব্রুয়ারি পরবর্তী গ্যালাক্সি উন্মোচন করা হবে।’
নতুন এই ট্রেইলার ছাড়ার পর, স্মার্টফোনটি নিয়ে যোগ হয়েছে নতুন কিছু গুজব। এই স্মার্টফোনে ডেপথ-সেনসিং ক্যামেরা রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সপ্তাহের আগে নতুন কিছু ছবি টুইট করেন তথ্য ফাঁসকারী হিসেবে পরিচিত ইভাব ব্ল্যাস। এই ছবিগুলো গ্যালাক্সি এস৭ আর এস৭ এজ-এর বলে দাবি করেন তিনি।
ধাতু ও কাচের সমন্বয়ে তৈরি হবে এই স্মার্টফোন। এতে আইফোন ৬এস আর ৬এস প্লাসের ‘থ্রিডি টাচস্ক্রিন’-এর মতো চাপ-স্পর্শকাতর টাচস্ক্রিন ব্যবহার করা হবে বলে ধারণা করা হচ্ছে। এর মূল ক্যামেরা ১২.২ মেগাপিক্সেল হবে বলে বলা হচ্ছে।
অনেকের মতে, এতে রাখা হতে পারে রেটিনা স্ক্যানার, যা দিয়ে আঙ্গুলের ছাপের মাধ্যমে এর নিরাপত্তা ব্যবস্থা রাখা যাবে। শুধু এখানেই শেষ নয়, এই স্মার্টফোন ধূলা ও পানিরোধী হবে বলেও মনে করছেন অনেকে।
এখনই স্মার্টফোনটির সম্ভাব্য দাম নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।