লেনোভো ভাইব পি১ টার্বো

লেনোভো ভাইব পি১ টার্বো

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান লেনোভো নিয়ে এসেছে ভাইব সিরিজের তাঁদের নতুন স্মার্টফোন ‘ভাইব পি১ টার্বো’। ইন্দোনেশিয়ার বাজারে ছাড়া হয়েছে নতুন এই স্মার্টফোন। এর দাম রাখা হয়েছে তিন হাজার ৪৯৯ ইন্দোনেশিয়ান রুপি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে এ খবর জানানো হয়েছে। ডুয়েল সিমের এই স্মার্টফোনের স্পেসিফিকেশন অনেকটা ভাইব পি১ মডেলের মতোই। তবে এর রিয়ার ক্যামেরা কিছুটা উন্নত।

পি১ মডেলে ছিল ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর পি১ টার্বোতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ মেগাপিক্সেলের।   পি১ টার্বোতে রয়েছে ২ জিবি ও ৩ জিবি র‍্যামের দুটি আলাদা ভার্সন। ফোরজি এলটিই কানেক্টিভিটির এই স্মার্টফোনটি চলবে অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে।

দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য এতে রয়েছে ৪৯০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। ৫ দশমিক ৫ ইঞ্চি (১০৮০x১৯২০ পিক্সেলস) আইপিএস ডিসপ্লে। স্ক্রিনের পিক্সেল ঘনত্ব ৪০১ পিপিআই। লেনোভো ভাইব পি১ টার্বোতে রয়েছে ১.৫ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৬১৫ অক্টা-কোর প্রসেসর, আদ্রেনো ৪০৫ জিপিইউ। ইন্টারনাল স্টোরেজ রয়েছে ৩২ জিবির, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে  ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য রয়েছে এনএফসি, ইউএসবি ওটিজি, এ-জিপিএস, ব্লুটুথ ভার্সন ৪.১, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ওয়াই-ফাই হটস্পট। সিলভার, গোল্ড ও গ্রাফিতি গ্রে এই তিন রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। favicon59

Sharing is caring!

Leave a Comment