মুক্তিযুদ্ধের মোবাইল গেম ‘হিরোজ অব ৭১’
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণের নানা কাহিনী নিয়ে তৈরি হয়েছে মোবাইল গেম ‘হিরোজ অব ৭১’। এটি ডাউনলোড করা যাবে ২৬ মার্চ, স্বাধীনতা দিবস থেকে। আর গেমটি পাওয়া যাবে গুগল প্লে-স্টোরে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশীয় সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তোলার লক্ষ্যে পোর্টব্লিস তাদের নতুন অ্যান্ড্রয়েড মোবাইল গেমটি নির্মাণ করেছে।
বুধবার (২৩ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে মোবাইল গেমটির উন্মোচনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, ভূমিসচিব মেজবাউদ্দিন, বিসিসি’র নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
গেমটির ঘটনা, কাহিনী ও চরিত্র কাল্পনিক হলেও নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাফায়েত লতিফ গেমের বিস্তারিত তুলে ধরে জানান, গুগল অ্যানালিস্ট ডাটা অনুযায়ী গেমটি গুগল প্লে-স্টোর থেকে তিন লাখ ৮০ হাজার বার ডাউনলোড হয়েছে, বর্তমানে গেমটি খেলছেন ছয় লাখ ৮৪ হাজার ১৯৬ জন। গেমটির সেশন সংখ্যা ৪৯ লাখ এবং ইউজার রেটিং ৪ দশমিক ৭।
গেমের নির্মাতারা আরও বড় পরিসরে নতুন সিক্যুয়াল নিয়ে এসেছেন, যার নাম ‘হিরোজ অব ৭১:রিট্যালিয়েশন’। গেমটিতে থ্রিডি গ্রাফিক্স এবং অ্যানিমেশনের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন পরিবেশ তুলে ধরা হয়েছে।
অ্যান্ড্রয়েডের পাশাপাশি শিগগিরই গেমটি অন্যান্য ভার্সনে পাওয়া যাবে বলে জানায় পোর্টব্লিস।