অ্যানড্রোয়েড ফোন আনছে ব্ল্যাকবেরি
- বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
ব্ল্যাকবেরির সর্বশেষ ফোন ছিল প্রিভ। তবে এবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর নতুন দুটি স্মার্টফোন বাজারে আনবে ব্ল্যাকবেরি। সংবাদ : দ্য ন্যাশনাল।
এ বছরের মধ্যেই নতুন দুটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসার কথা জানিয়েছেন ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি।
এই দুটি স্মার্টফোনের একটি হবে পুরোপুরি টাচস্ক্রিনের। আরেকটি হবে কোয়ার্টি কি–বোর্ডযুক্ত। আর হবে ৩০০ থেকে ৪০০ মার্কিন ডলারের মধ্যে স্মার্টফোন দুটির দাম সীমাবদ্ধ থাকবে।