ডিজিটাল ওয়ার্ল্ডে ‘ক্লাস টিউন’

ডিজিটাল ওয়ার্ল্ডে ‘ক্লাস টিউন’

  • বিজ্ঞান প্রযুক্তি

বাংলাদেশের স্কুলগুলোতে ক্লাস টিউন এখন একটি পরিচিত নাম। বিশ্বের অন্যান্য স্কুলগুলোর মতো বাংলাদেশের স্কুলগুলোতে ডিজিটাল শিক্ষাব্যবস্থাকে তরান্বিত করতে ক্লাস টিউনের ভুমিকা অনস্বিকার্য। এখন পর্যন্ত স্কুলগুলো রেজিষ্টার খাতায় উপস্থিতি থেকে শুরু করে, শিক্ষার্থীদেরকে খাতায় বাসার কাজ বা ক্লাস লেকচার লিখে নিয়ে যেতে হচ্ছে। এতে করে তাদের সময় এবং শ্রম দুটোই নষ্ট হয়। সেটাকে ঠিক কি করলে পড়ার সময়টাকে আরো বাড়িয়ে তাদের মেধা বিকাশকে আরো তরান্বিত করা যায় ঠিক এ চিন্তা থেকেই এবং নিজেদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই মূলত ‘ক্লাস টিউন’- লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যারটি তৈরী করা। এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের আলাদা তিনটি প্যানেলের মাধ্যমে একে অপরের সাথে খুব সহজেই প্রয়োজনীয় সবকাজই করতে পারবেন।

আন্তার্জাতিক এডুকেশন ও টেকনোলজি মেলা ‘বেট ২০১৬’ তে অংশগ্রহনের মধ্যদিয়েই মূলত ক্লাসটিউনের আনুষ্ঠানিক যাত্রা। আর এরই ধারাবাহিকতায় এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে অংশগ্রহন করছে- লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যার নিয়ে ক্লাস টিউন।

গত দুই বছরেরও বেশী সময় ধরে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফট্ওয়্যারটি তৈরী নিয়ে কাজ করছে টিউন। শুধু দেশীয় বাজার নয়, বিশ্ববাজারেও এর অবস্থান নিশ্চিত করার সম্পূর্ন প্রস্তুতি নিয়েই ক্লাসটিউন এর যাত্রা। সম্প্রতি বিশ্বের মোট ৫টি দেশে ডিস্ট্রিবিউটর নিয়োগও দিয়েছেন তারা।

সূত্র: ইত্তেফাকfavicon59-4

Sharing is caring!

Leave a Comment